১৫/০১/২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরগুনা জেলা কার্যালয় হতে খামার পরিদর্শনের অংশ হিসেবে বরগুনা সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত আব্দুল্লাহ আল ফারাবী পোল্ট্রি ফার্ম পরিদর্শন করা হয়। এসময়ে বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ ইলিয়াস মিয়ার নেতৃত্বে খামারটি পরিদর্শন করে সার্বিক অবস্থা পর্যবেক্ষন করা হয়। এসময়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় বরগুনার সহায়ক স্টাফগনও উপস্থিত ছিলেন। খামারটি পরিদর্শন করে খামারীকে স্বাস্থ্য সম্মত উপায়ে মুরগী পালনের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এই খামারে মাংস উৎপাদনের উদ্দেশ্যে শুধু ব্রয়লার মুরগীর লালন-পালন করা হয়ে থাকে। খামারীর ভাষ্যমতে বাজারজাতকরণের উদ্দেশ্যে ২৪ ঘন্টা বয়সী মুরগীর বাচ্চা ক্রয় করা হয়। প্রতিদিন খামার পরিষ্কারের পাশাপাশি দিনে দুইবার করে খাবার দেয়া হয়। তাছাড়া খামারির সাথে কথা বলে আরও জানা গেলো যে,বাচ্চা ২২ দিন বয়সী হলে ওজন ১ হয় কেজি এবং ৩৫ দিন বয়সী হলে তা বাজারজাতকরণের উপযোগী হয়। কোন মুরগি অসুস্থ্য হলে তাকে আলাদা করে রাখা হয় ও পশু হাসপাতালের ডাক্তারের সুপারিশকৃত ঔষধ সেবন করানো হয়। বর্তমানে তার খামারে মুরগীর সংখ্যা ১২০০ টি।
মুরগীর খামার বেশ স্পর্শকাতর হওয়ায় তাদেরকে পায়ে প্রটেকটিভ নেট , মুখে মাস্ক ও মাথায় হেয়ার নেট পরিধান করে খামারে প্রবেশ করার জন্য বলা হয় । এতে খামারে সংক্রামক ব্যাধি ছড়ানোর সম্ভাবনা কম থাকে। মৃত মুরগীর যথাযথ সৎকার ও মুরগীর বিষ্ঠা বৈজ্ঞানিক উপায়ে সৎকার করার ব্যাপারে পরামর্শ দেয়া হয়।
পরিদর্শন শেষে খামার মালিককে নিরাপদ খাদ্য আইন-২০১৩ মোতাবেক বিভিন্ন পরামর্শ দেওয়া হয় এবং লিফলেট, হেয়ার নেট ও মাস্ক বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS