বরগুনার আমতলীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য বিষয়ক এক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে নিরাপদ খাদ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য বৃদ্ধি করন প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করেন।
আমতলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মো. রেজাউল করিম সদস্য ( খাদ্য ভোগ ও ভোক্তা অধিকার), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহম্মেদ,
সভায় আরো বক্তব্য রাখেন বরগুনার নিরাপদ খাদ্য অফিসার বশির আহম্মেদ,কর্মকর্তা সিএম রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, আমতলী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইউনুস ফকির, গুলিশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম (মনি) ও আমতলীর সিনিয়র সাংবাদিক বৃন্দরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস