বেতাগী উপজেলায় কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল প্রোগ্রাম
বিস্তারিত
১৩/১১/২০২৪ ইং তারিখ রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বরগুনা জেলা কার্যালয় হতে বেতাগী উপজেলায় কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানের মিলনায়তন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক”জনসচেতনতামূলক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে স্কুলের শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। সভায় বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব, মোঃ ইলিয়াস মিয়া পরিচিতিমূলক বক্তব্য পেশ করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব, মোঃ সেলিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মিজানুর রহমান, পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের সহকারী স্টাফগণও উপস্থিত ছিলেন। সভাপতি তাঁর আলোচনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, খোলা খাবার এবং খবরের কাগজে খাদ্য গ্রহণের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনাব, মোঃ মিজানুর রহমান, পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; নিরাপদ খাদ্য কি, কিভাবে খাদ্য নিরাপদ রাখা যায়, খাদ্যের দূষক গুলো কি কি ও খাদ্য নিরাপদ রাখার পাঁচটি চাবিকাঠি এবং অন্যান্য বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক টিভিসি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে উপস্থিত বক্তৃতা ও নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব, মোঃ সেলিম স্কুল শিক্ষার্থীদেরকে আলোচকদের প্রদানকৃত বিভিন্ন দিক নির্দেশনা মেনে চলার উপদেশ দেন পাশাপাশি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্কুল পর্যায়ে জনসচেতনতার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন জনসচেতনতামূলক কর্মসূচী আরো বৃদ্ধির অনুরোধ করেন।
পরিশেষে, সকল শিক্ষার্থী ও স্কুল স্টাফদের ধন্যবাদ জানিয়ে সভাপতি জনাব, মোঃ সেলিম আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।