আমতলী উপজেলার হোটেল সকাল সন্ধ্যা এ ভোক্তার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বরগুনা জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন আমতলী এর সাথে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি), আমতলী এবং সাথে ছিলেন বরগুনা জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ ইলিয়াস মিয়া এবং সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ। পরিদর্শন কালে ভোক্তার অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং ফ্রিজে কাঁচা ও রান্না খাবার একত্রে রাখা, অননুমোদিত বিষাক্ত রঙ ব্যবহার করা, পচা দই ও মিষ্টি বিক্রির জন্য প্রদর্শন করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা, খাবারে খবরের কাগজের ব্যবহার, মেয়াদউত্তীর্ন পন্য খাদ্য প্রস্তুতে ব্যবহার সহ বিভিন্ন অসংগতি পাওয়া যায়। উক্ত অসংগতির প্রেক্ষিতে পচা বাসী দই ও মিষ্টি তাৎক্ষনিক বিনষ্ট করা হয় এবং অননুমোদিত রঙ জব্দ করা হয়। তাদের অপরাধের উপর ভিত্তি করে সহকারী কমিশনার (ভুমি), আমতলী মহোদয় তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১,০০০০০/-(এক লক্ষ টাকা) জরিমানা করেন। জরিমানা তাৎক্ষনিকভাবে আদায় করা হয় এবং পরবর্তীতে উক্ত অপরাধ পুনরায় সংঘটিত হলে আরো কঠিন পদক্ষেপ নেয়ার ব্যাপারে সতর্ক করা হয়। তারা পরবর্তীতে এ ব্যাপারে সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস